বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ

চট্টগ্রাম নগর বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মীর অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে দলের ‘ত্যাগী’ নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তাঁদের। তাঁরা কমিটি বাতিলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন। ঘটেছে পাল্টাপাল্টি হামলার ঘটনাও।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত বছরের ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরের সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে নগর বিএনপি। পরে সাংগঠনিক ওয়ার্ড আরও পাঁচটি বাড়িয়ে করা হয় ৪৮টি। এরপর গত ৪ জুন নগরের ৩৫টি ওয়ার্ডে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব নিয়ে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ২৪ জুন ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে ৩১ সদস্যের।

পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়া ৩১টি ওয়ার্ডের মধ্যে অন্তত ২০টিতে কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে ‘ত্যাগী নেতাদের’ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারী ব্যক্তিরা। কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *