
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এস এস সি ভোকেশনাল স্কুল অ্যান্ড বি এম কলেজে অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো
কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি জুলাই মাসকে গর্বের মাস আখ্যা দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলাদাভাবে অনুষ্ঠান করার আহ্বান জানান।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এস এস সি ভোকেশনাল স্কুল অ্যান্ড বি এম কলেজে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ‘বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এ ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে।’
