একজনের হাতে অগ্নেয়াস্ত্র। আরও চার পাঁচজন বোরকা পরা একটি অটোরিকশা থেকে এদিক–ওদিক হাঁটাহাটি করে আবার আরেকটি অটোরিকশায় উঠছে। মুখে সবারই মুখোশ পরা। পরে তাঁরা দ্রুত চলে যান পাহাড়ি পথে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার পর এভাবেই চলে যেতে দেখা যায় সন্ত্রাসীদের। পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে।
গতকাল রোববার দুপুরের দিকে আত্মীয়ের জানাজার নামাজ পড়া শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাটে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা মুহাম্মদ সেলিমকে। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তাঁর পঞ্চম শ্রেণিপড়ুয়া এক ছেলে ও ১৮ মাস বয়সী এক মেয়ে রয়েছে। সেলিম বালুর ব্যবসা এবং মুরগি খামারি ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সেলিম ২০২২ সালে গঠিত কমিটিতে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ছিলেন।

