রাজশাহীতে বিএনপির আহ্বায়ক কমিটিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বাতিলের দাবি

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

‘মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে মহানগর বিএনপির চারটি থানার সাবেক কমিটির নেতারা নেতৃত্ব দেন। আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
অংশগ্রহণকারী বিএনপি নেতারা বলছেন, এটি রাজশাহী মহানগরের বিএনপি রক্ষার আন্দোলন। এর আগে সবশেষ গত ২৫ মে একই কর্মসূচি পালন করেন এই একাংশের নেতা-কর্মীরা। এ ছাড়া একই দাবিতে ৩ মে বিক্ষোভ সমাবেশ ও ১১ মে তাঁরা সংবাদ সম্মেলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *